কাঙালসংঘ Quotes
কাঙালসংঘ
by
Obayed Haq306 ratings, 3.80 average rating, 90 reviews
কাঙালসংঘ Quotes
Showing 1-10 of 10
“পুরাতন স্টেশনে প্রবেশ করতেই সে দেখে, দূরে প্ল্যাটফর্মের ছায়া পেরিয়ে রোদের মধ্যে একটা অর্ধনগ্ন ছেলে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রথম যেদিন একটা সাদা তোয়ালেতে জড়িয়ে ছেলেকে কোলে তুলে দিয়েছিল একজন নার্স, সেদিনের কথা মনে পড়ে তার। সেদিনও এমন নগ্ন ছিল তার ছেলে। আরেকবার বাবা হওয়ার অনুভূতি হয় তার।”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
“এই লোকটাকে সে ভালোবাসে, তার বউ যখন চলে গিয়েছিল, সবাই হেসেছিল। তার জীবনের সবচেয়ে বড়ো দুঃখটা মানুষের কৌতুকের উপাদান হয়ে গিয়েছিল। গুরুজি একমাত্র লোক, যে হাসেনি, মাথায় স্নেহ এবং সান্ত্বনার হাত বুলিয়েছিল। অল্প একটু স্নেহের বিনিময়ে জলিল সারাজীবনের জন্য গুরুজির প্রতি কৃতজ্ঞ হয়ে গিয়েছিল।”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
“তার একটা 'পাশের' কারণে সে কৃষক হতে পারে না, আবার একটিমাত্র 'পাশ' দিয়ে ভালো চাকরি জোটানোও সম্ভব হয় না।”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
“পরিশ্রম সৌভাগ্যের জননী, এইটা একটা ফালতু কথা, শ্রম দিয়া শুধু টিইকা থাকা যায়, সৌভাগ্য আসে না, পরিশ্রম ক্লান্তি ছাড়া আর কিছু জন্ম দিতে পারে না। অর্থ সম্পদের প্রজনন ছাড়া ভাগ্য ডিম পাড়ে না, বিত্তের উত্তাপ দিয়া সৌভাগ্যের ছানা ফোটে।”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
“কারো মাথা গজাইলে তারা মাথা কাইট্যা ফালায়, তাগো শুধু হাত দরকার। কিন্তু ভাইবা দেখ, মাথা ছাড়া জীবনের কি দাম আছে?”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
“যে ছিল উন্মুক্ত পথে, আবদ্ধ ঘরে থাকতে তার দম বন্ধ হয়ে আসতো, তবুও সে মুক্তি খুঁজেছিল নারীর বুকে। সেই নারীর বুক ভরিয়ে দিয়েছিল স্বপ্নে, কিন্তু পেট ভরাতে পারেনি। সঙ্গমে, আলিঙ্গনে তার ক্ষুধা মেটেনি। একদিন সে চারশো টাকার চৌকি শূন্য রেখে চলে গেছে ভরা পেটের নিশ্চয়তা পেয়ে। এই চৌকিতে জলিলের চোখে ঘুম আনতে পারেনা মাদকও। কিছুক্ষণ ছটফট করে বেরিয়ে যায়, যে তাকে কখনো ফেলে যায়নি, অভিমান করে ত্যাগ করেনি, সেই পথের কাছেই ফিরে যায়, পথের চেয়ে আপন তার আর কেউ নেই।”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
“যে মেয়েটি মারা গেল, একটু পরে যে লাশের ব্যাগে করে মর্গে যাবে, সে হয়ে যাবে গল্প, চায়ের সাথে বিস্কুটের বিকল্প। তারপর গল্পটা পানসে হয়ে যাবে, পৃথিবীর আকাশে বাতাসে কিংবা মানুষের মনে অথবা কোনো দীর্ঘশ্বাসে টোকাই মেয়েটার কোনো অস্তিত্ব থাকবে না।”
― কাঙালসংঘ
― কাঙালসংঘ
