মগজাস্ত্র Quotes

Rate this book
Clear rating
মগজাস্ত্র মগজাস্ত্র by Kaushik Majumdar
54 ratings, 4.17 average rating, 12 reviews
মগজাস্ত্র Quotes Showing 1-1 of 1
“অন্য সব প্রাণীর মত মানুষেরও প্রাথমিক চাহিদা খাদ্য, বাসস্থান আর বংশবৃদ্ধি। কিন্তু চতুর্থ আর একটা কারণের জন্য মানুষ অন্যদের থেকে আলাদা হয়েছে- জিজ্ঞাসা। চাঁদ পৃথিবী থেকে কতটা দূরে তা নিয়ে বাঘের কোন মাথাব্যাথা নেই। প্রজাপতি বা গণ্ডার কোনদিন অভিকর্ষ নিয়ে চিন্তা করেছে বলে জানা যায় না। কিন্তু মানুষ করেছে। বনে কেন আগুন লাগে, চাকা কেন গড়ায়, পাখি কেন ওড়ে, মাছ কেন জলে থাকে ইত্যাদি নানা জিজ্ঞাসা চিরটাকাল মানুষকে জ্বালিয়ে এসেছে, আরও কত জ্বালাবে কে জানে?

মানুষ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছে, বেশ কিছু খুঁজেও পেয়েছে, আর পেয়ে নিজেকে মোটামুটি জ্ঞানী বলেই মনে করে; যদিও এই বিশ্বের শতকরা ৯৬ ভাগই তাঁর অজানা। তাই সেই জিজ্ঞাসার শেষ আজও হয় নি।

আমাদের স্কুল- কলেজ আর সাধারণ জ্ঞান বইগুলো বেশ মজার। তাঁরা আমাদের এই জিজ্ঞাসার উত্তর দিতে চেষ্টা করে, এবং অনেক ক্ষেত্রেই ভুল উত্তর দেয়। আর আমরাও ছাপার অক্ষর পরম ব্রহ্ম মেনে তাঁদের ধ্রুবসত্য হিসেবে মেনে চলি।”
Kaushik Majumdar, মগজাস্ত্র