তবুও বৃষ্টি নামুক Quotes

Rate this book
Clear rating
তবুও বৃষ্টি নামুক তবুও বৃষ্টি নামুক by রুদ্র গোস্বামী
34 ratings, 3.59 average rating, 2 reviews
তবুও বৃষ্টি নামুক Quotes Showing 1-1 of 1
“আজকাল কি যে উল্টোপাল্টা বায়না শিখেছে ও

যখন তখন এসে বলবে, ওর একটা আকাশ চাই।

আর আমিও বোকার মতো সব কাজ ফেলে

ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি!

শুধু কী তাই! তাতেও আবার ওর আপত্তি।

এটাতে বলে মেঘ ভরতি তো ওটাতে একঘেয়ে আলো।

গোধূলি আকাশ দেখলেই ও আবার লজ্জায় মরে যায়।

আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না রোদ থাকবে না

এমন একটা আকাশ, আমি কোত্থেকে খুঁজে আনব?

গোলাপ হবে অথচ কাঁটা হবে না!

রঙটাও আবার লাল? এমন আবার হয় নাকি!

একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না,

ভালবাসা বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হতে চায়!”
রুদ্র গোস্বামী, তবুও বৃষ্টি নামুক
tags: poetry