প্রেমের কবিতা Quotes

Rate this book
Clear rating
প্রেমের কবিতা প্রেমের কবিতা by Saheb
0 ratings, 0.00 average rating, 0 reviews
প্রেমের কবিতা Quotes Showing 1-1 of 1
“তোমার হাত ধরব বলে

যখন চাঁদ নিদ্রামগ্ন আকাশটা অন্ধকারময়,
শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে।
জেগে থাকি আকাশের তারায় মিলিয়ে যায় সব যেন কোথায়,
জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর।
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি,
স্বপ্নতে কেন যে তোমার হাসি শুনি।
মেঘের দেশে কি এখনো তুমি হারাও আনমনে?
পত্র কি লেখো এখনো আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার ওই শরীরে,
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?
বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার,
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে।
পড়ি না আর সেই পত্র দেখিনা যে আর জোছনা,
অনুভূতিহীন চারদেয়ালে বন্দি যেন একা।
ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ওই দেয়াল টা,
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরব বলে।”
Ankur Mazumder, প্রেমের কবিতা
tags: 4