রুশদেশের উপকথা Quotes
রুশদেশের উপকথা
by
Noni Bhowmik111 ratings, 4.41 average rating, 20 reviews
রুশদেশের উপকথা Quotes
Showing 1-11 of 11
“তারপর যেই সলভেই পাখির গলায় শিস দিল, জন্তুর গলায় গর্জাল, সাপের মতো হিহিসিয়ে উঠল, অমনি সারা পৃথিবী কেপে উঠল, ওক গাছ টলতে লাগল, ফুলের পাপড়ি ঝরে গেল, নেতিয়ে পড়ল ঘাসগুলো। ঝাঁকড়া-লোমো হুমড়ি খেয়ে পড়ল হাঁটুর ওপর।”
― রুশদেশের উপকথা
― রুশদেশের উপকথা
“আংটি আছে ঝাঁপিতে, ঝাঁপি আছে রথে, আর রথ আছে বুয়ান দ্বীপের কাছে সমুদ্রের তলে।”
― রুশদেশের উপকথা
― রুশদেশের উপকথা
“এ আবার কাজ নাকি, এতো ছেলেখেলা! আসল কাজ পরে। ঘুমতে যাও তো; রাত পোয়ালে বুদ্ধি খোলে, কাল সকালের মধ্যে সবই ঠিক হয়ে যাবে।”
― রুশদেশের উপকথা
― রুশদেশের উপকথা
“ছোট রাজপুত্র ইভান রাজার হাতে রুটি দিতেই রাজা বলে উঠলেন:
'একেই বলে রুটি! এই হল পালপার্বণে খাওয়ার মতো।”
― রুশদেশের উপকথা
'একেই বলে রুটি! এই হল পালপার্বণে খাওয়ার মতো।”
― রুশদেশের উপকথা
“হাঁ হয়ে গেল শয়তানরা। মুখে আর কথা নেই। পরে জিজ্ঞেস করল:
'কী তুমি খাচ্ছো অনবরত?'
'বাদাম! কিন্তু আমার বাদাম ভাঙবার সাধ্যি তোদের নেই।'
সৈনিক গোদা-শয়তানের হাতে দিল একটা বুলেট।
'খেয়ে দেখ একবার সৈনিকের বাদাম।'
শয়তানটা ওটা কপ্ করে মুখে পুরে দিল। চিবোতে চিবোতে বুলেটটা চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু ভাঙতে আর পারে না। এদিকে সৈনিক কিন্তু একটা করে বাদাম মুখে দেয় আর খায়, মুখে দেয় আর খায়।”
― রুশদেশের উপকথা
'কী তুমি খাচ্ছো অনবরত?'
'বাদাম! কিন্তু আমার বাদাম ভাঙবার সাধ্যি তোদের নেই।'
সৈনিক গোদা-শয়তানের হাতে দিল একটা বুলেট।
'খেয়ে দেখ একবার সৈনিকের বাদাম।'
শয়তানটা ওটা কপ্ করে মুখে পুরে দিল। চিবোতে চিবোতে বুলেটটা চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু ভাঙতে আর পারে না। এদিকে সৈনিক কিন্তু একটা করে বাদাম মুখে দেয় আর খায়, মুখে দেয় আর খায়।”
― রুশদেশের উপকথা
“আহ্, দিব্যি হয়েছে জাউ। শুধু এই সঙ্গে একটু ঘি যদি পড়ত না, তাহলে তোফা হত!'
বুড়ী ঘিও জোগাড় করে আনল।
তৈরি হল জাউ।
'নাও খেতে শুরু করো, গিন্নীমা।'
দুজনে মিলে খায়, প্রশংসা আর ধরে না।
'দ্যাখো দিকি, ভাবতেই পারিনি যে কুড়ুল দিয়ে আবার এমন খাসা জাউ রাঁধা যায়,' অবাক হয় বুড়ি।
সৈনিকটি খেয়েই চলে আর মিটিমিটি হাসে।”
― রুশদেশের উপকথা
বুড়ী ঘিও জোগাড় করে আনল।
তৈরি হল জাউ।
'নাও খেতে শুরু করো, গিন্নীমা।'
দুজনে মিলে খায়, প্রশংসা আর ধরে না।
'দ্যাখো দিকি, ভাবতেই পারিনি যে কুড়ুল দিয়ে আবার এমন খাসা জাউ রাঁধা যায়,' অবাক হয় বুড়ি।
সৈনিকটি খেয়েই চলে আর মিটিমিটি হাসে।”
― রুশদেশের উপকথা
“কালো কোট পরা একটা লোক আমায় মস্ত সাঁড়াশি দিয়ে ঠেসে ধরে দেওয়ালের সঙ্গে। তারপর ছাই রঙের কোট পরা বেটে একটা লোক এসে কুড়লের ভোঁতা দিক দিয়ে কী পিটুনি পিটলে। তারপর এল সাদা কোট পরা আরো বেটে একটা লোক। এসেই সাঁড়াশি দিয়ে চিমটি কাটতে লেগে গেল। আর দলের সবচেয়ে ক্ষুদেটা টকটকে লাল জামা পরে কড়িকাঠের ওপর চ্যাঁচাতে লাগল:
"সে আবার কী, রাখ ইয়ার্কি',
এইখানে দে আমায়,
ছুরিও হেথা, দড়িও হেথা...
ঝুলিয়ে করি জবাই!”
― রুশদেশের উপকথা
"সে আবার কী, রাখ ইয়ার্কি',
এইখানে দে আমায়,
ছুরিও হেথা, দড়িও হেথা...
ঝুলিয়ে করি জবাই!”
― রুশদেশের উপকথা
“ছেলেমেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে,
দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে।
মুরগীর দল খুঁটে খুঁটে খেতে লেগেছে,
মুরগীর দল মোরগদের বাদ দিয়েছে!”
― রুশদেশের উপকথা
দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে।
মুরগীর দল খুঁটে খুঁটে খেতে লেগেছে,
মুরগীর দল মোরগদের বাদ দিয়েছে!”
― রুশদেশের উপকথা
“ছোট্ট গোল রুটি,
চলছি গুটিগুটি,
গমের ধামা চে'ছে,
ময়দার টিন মুছে,
ময়ান দিয়ে ঠেসে,
ঘি দিয়ে ভেজে,
জুড়োতে দিল যেই
পালিয়ে এলাম সেই।”
― রুশদেশের উপকথা
চলছি গুটিগুটি,
গমের ধামা চে'ছে,
ময়দার টিন মুছে,
ময়ান দিয়ে ঠেসে,
ঘি দিয়ে ভেজে,
জুড়োতে দিল যেই
পালিয়ে এলাম সেই।”
― রুশদেশের উপকথা
