অশ্লেষার রাক্ষসী বেলায় Quotes

Rate this book
Clear rating
অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য by সৈয়দ নাজমুদ্দীন হাশেম
4 ratings, 4.25 average rating, 3 reviews
অশ্লেষার রাক্ষসী বেলায় Quotes Showing 1-2 of 2
“আমাদের সহ্যশক্তির চূড়ান্ত পরীক্ষা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের লাগাতার অধিবেশন শেষে একদিন মধ্যরাতে যখন বিপুলসংখ্যক সাংবাদিক সাউথ ব্লকের সিঁড়িতে বেঞ্চিতে বসে ঢুলছি, এমন সময় তিন বিদেশ মন্ত্রী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করলেন সাংবাদিকদের উপস্থিতিতে। আমাদের অবসন্ন, প্রায় পক্ষাঘাতগ্রস্ত মস্তিষ্কে সমঝোতার নিট ফলাফল যা বোধগম্য হলো, তা এই যে, বাংলাদেশ ৯০,০০০-এর ওপর পাকিস্তানি যুদ্ধবন্দীকে নিঃশর্তে মুক্তি দিতে যাচ্ছে এবং পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের মধ্যে যে ১৯৩ জন জঘন্য যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল, তাদেরও বেকসুর খালাস করতে রাজি হয়েছে। সাংবাদিক সম্মেলনে ড. কামাল হোসেনের উচ্ছ্বসিত মন্তব্য যে, "উপমহাদেশে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে এই ত্রিপক্ষীয় চুক্তি এক বিরাট ইতিবাচক পদক্ষেপ", তা উপস্থিত আমাদের অনেকের কাছেই নির্মম পরিহাসের মতো শোনালো।

পাকিস্তান-পসন্দ্ বৃহৎ পরা ও বৃহৎশক্তি এবং পেট্রোডলার সমৃদ্ধ আর দেশসমূহের প্রচণ্ড চাপে যে যুদ্ধবিধস্ত ও বিত্তহীন বাংলাদেশ তার বিদেশনীতিতে মৌলিক পরিবর্তন সাধন করেছে, তা স্ফটিক স্বচ্ছ করে দিলেন আবদুস সামাদ আজাদের স্থলাভিষিক্ত কামাল হোসেন।”
সৈয়দ নাজমুদ্দীন হাশেম, অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য
“বৈরী প্রকৃতি, বিশ্বজোড়া মুদ্রাস্ফীতি, সন্ত্রাসীদের ব্যাপক নাশকতামূলক তৎপরতা যখন দেশের অর্থনৈতিক অবস্থাকে সঙ্কটময় পর্যায়ে উপনীত করেছে, তখন একদিন মুজিব কথা প্রসঙ্গে আমাকে বললেন "আমি মুখ্যুসুখ্যু মানুষ বলে নিজেকে বিবেচনা করে মাস্টরদের ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, এখন [তাঁর এক ঘনিষ্ঠ অর্থনীতিবিদের নামোল্লেখ করে বললেন] সে নাকি বিশ্ববিদ্যালয়ে ক্লাসের ছাত্রদের বলে, "মুজিবস ফেইলিওর ইন প্ল্যানিং"।
এ সম্পর্কে আমারও নিজের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের বন্দীশিবির থেকে ১৯৭৩-এর শেষার্ধে স্বদেশ প্রত্যাবর্তনের পর পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড.নূরুল ইসলামের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ। তাঁর কথাতেও প্রধানমন্ত্রীর সম্পর্কে নালিশের সুর। শেখ মুজিব সম্পর্কে বললেন "লোকটিকে পরিকল্পনা সম্পর্কে শিক্ষিত করে তোলা গেল না।" আমি বললাম, "দেশের ত্রাণকর্তা স্বেচ্ছায় উচ্চশিক্ষিত অধ্যাপকদের হাতে অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ ও নিরঙ্কুশ দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আর আপনি শুধু কমিশনে বিভাগের পর বিভাগ সৃষ্টি করে পুঁথিসর্বস্ব কিছু পণ্ডিতম্মন্য লোককে নিয়োগ করে বাস্তব ক্ষেত্রে ব্যর্থতা ও নির্বুদ্ধিতার স্বাক্ষর রেখেছেন। এখন দুষছেন তাঁকে, যিনি আপনাদের বিশ্বাস করেছিলেন।”
সৈয়দ নাজমুদ্দীন হাশেম, অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য