“শুভ্র হাসল । আখলাক সাহেব বললেন, আমি একা থাকি । আমার জন্য পার্টি খুব দরকার । প্রচুর লোকজন, প্রচুর হৈচৈ । পার্টি যখন জমে তখন আমি আবারো একা হয়ে যাই । জনতার মধ্যেই আছে নির্জনতা । সেই নির্জনতা অন্য রকম । আমার খুব পছন্দের নির্জনতা ।”
―
Humayun Ahmed,
শুভ্র