Saiful Sourav > Status Update
Saiful Sourav
added a status update
.
একটা অন্ধকার টানেল পার হচ্ছি আমরা
নতুন করে সাপের মত বদলে গিয়ে
বোকামি, ভুল, ক্ষুদ্রতার খসে নিয়ে চামড়া
হৃদয়ের এ ঘর থেকে অহৃদ্যতার হামলা
থামিয়ে দিয়ে অনুক্ষণ বিমূঢ় এক প্রশ্ন
বোধক শুয়ে থেকে জটিলতায় জব্দ
টানেল থেকে খুঁজে নিয়ে অবাধ্যতার শব্দ
অন্ধকারে মিলেছে যা, হাওয়াতে যা হয় না
চোখের দেখা মনের চওয়ায় কোন সময় ক্ষয় না
মাথাতে হিম, খাতাতে সব ঢেলে দিয়ে চিন্তা
আলোচ্ছটা ফেলে আসুক মুখরিত দিনটা।
— Jul 24, 2018 09:01PM
একটা অন্ধকার টানেল পার হচ্ছি আমরা
নতুন করে সাপের মত বদলে গিয়ে
বোকামি, ভুল, ক্ষুদ্রতার খসে নিয়ে চামড়া
হৃদয়ের এ ঘর থেকে অহৃদ্যতার হামলা
থামিয়ে দিয়ে অনুক্ষণ বিমূঢ় এক প্রশ্ন
বোধক শুয়ে থেকে জটিলতায় জব্দ
টানেল থেকে খুঁজে নিয়ে অবাধ্যতার শব্দ
অন্ধকারে মিলেছে যা, হাওয়াতে যা হয় না
চোখের দেখা মনের চওয়ায় কোন সময় ক্ষয় না
মাথাতে হিম, খাতাতে সব ঢেলে দিয়ে চিন্তা
আলোচ্ছটা ফেলে আসুক মুখরিত দিনটা।
1 like · Like flag
