বাংলা, আরবি, উর্দু, ফার্সি মিশিয়ে এমন উৎকৃষ্ট সুস্বাদু সাহিত্যকর্ম পড়েছি খুবই কম। ভাষার দখল না থাকায় সব ঠিকমত বুঝতেও পারছি না। এর পরেও লেখকের সেন্স অফ হিউমার, উইট ক্রমাগতই মুগ্ধতা ছড়াচ্ছে। এখনো বইয়ের অর্ধেকের বেশি বাকি আছে, সবে তো আব্দুর রহমানের সাথে পরিচয় হল। প্রথম পরিচয়েই আফগানি খানাদানার যে বর্ণনা পড়লাম, জিভে জল আসার জোগাড়।
— May 30, 2018 08:22AM
Add a comment