Nirendranath Chakraborty > Quotes > Quote > Suman liked it
“কালো মেঘখানি ঠায় দাঁড়িয়ে রয়েছে সারা দিন,
দাঁড়িয়ে রয়েছে ঘন ঘাসে ঢাকা মাঠের শিয়রে।
বুকে তার জমে আছে যেন বড় চাপা অভিমান;
যত তাকে দেখি, তাই তত তার কথা মনে পড়ে।
সেও তো মেঘেরই মতো ওই মাঠে সারাদিনমান
একদা দাঁড়িয়ে ছিল, কেউ তাকে ডাকেনি খেলায়।
ও মেঘ, ও কালো মেঘ, তুমি সেই কালো মেয়েটিকে
ফিরিয়ে এনেছ এই আষাঢ়ের বিকেলবেলায়।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
দাঁড়িয়ে রয়েছে ঘন ঘাসে ঢাকা মাঠের শিয়রে।
বুকে তার জমে আছে যেন বড় চাপা অভিমান;
যত তাকে দেখি, তাই তত তার কথা মনে পড়ে।
সেও তো মেঘেরই মতো ওই মাঠে সারাদিনমান
একদা দাঁড়িয়ে ছিল, কেউ তাকে ডাকেনি খেলায়।
ও মেঘ, ও কালো মেঘ, তুমি সেই কালো মেয়েটিকে
ফিরিয়ে এনেছ এই আষাঢ়ের বিকেলবেলায়।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
No comments have been added yet.
