Sheikh Mujibur Rahman > Quotes > Quote > Nahid liked it
“আমার নিজের একটা অসুবিধা হয়েছিলো। আমার অভ্যাস, নিজে দাড়ি কাটি। নাপিত ভাইদের বোধহয় দাড়ি কাটতে কোনোদিন পয়সা দেই নাই। ব্লেড আমার কাছে যা ছিলো শেষ হয়ে গেছে। ব্লেড কিনতে গেলে শুনলাম, ব্লেড পাওয়া যায়না। বিদেশ থেকে ব্লেড আনার অনুমতি নাই। পিকিংয়েও চেষ্টা করেছিলাম পাই নাই। ভাবলাম,তিয়েন শিং-এ নিশ্চয়ই পাওয়া যাবে। এত বড় শিল্প এলাকা ও সামুদ্রিক বন্দর! এক দোকানে বহু পুরানা কয়েকখানা ব্লেড পেলাম, কিন্তু তাতে আর দাড়ি কাটা যাবেনা। আর এগুলো কেউ কিনেও না। চীন দেশে যে জিনিস তৈরি হয়না, তা লোকে ব্যবহার করবে না।”
― অসমাপ্ত আত্মজীবনী
― অসমাপ্ত আত্মজীবনী
No comments have been added yet.
