Jahanara Imam > Quotes > Quote > Somali liked it

Jahanara Imam
“বিদেশে বাঙালি মানেই সজ্জন, একথা যেমন সত্যি, তেমনি বাঙালি বিদেশে গিয়েও দলাদলি ভুলতে পারে না, সেটাও সত্যি।

বাংলাদেশ থেকে কেউ আমেরিকা গেলে, যে শহরেই যান, সেখানকার বাসিন্দা বাঙালিরা তাঁদের আদর আপ্যায়ন সংবর্ধনার কোনো ত্রুটি রাখেন না। আবার আমেরিকার বাঙালিরা একসঙ্গে মিলেমিশে একটামাত্র সমিতি বা দলের মধ্যে থেকে কাজ করতে পারেন না। বাঙালি অধ্যুষিত প্রায় শহরেই দেখা যায় - একের অধিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এক দলের সঙ্গে অন্য দলের মৌখিক সদ্ভাব থাকলেও ভেতরে দলাদলি রেষারেষি রয়েছে।”
Jahanara Imam, প্রবাসের দিনলিপি

No comments have been added yet.