গ্রুপ হোমপেজের “ফিচারড গ্রুপ চ্যালেঞ্জ” বক্সে সঠিক তথ্য ফিল-আপ করে দিন। ২টি “fill in field/box” দেখতে পাবেন। I want to read ____ books for this challenge.
And
Enter a shelf name for this challenge: _____________
এই বক্সগুলোতে তথ্য ফিল-ইন করতে হবে। লক্ষ্য করুন, আপনাকে একটি বুকশেলফ এর নাম দিতে হবে এই চ্যালেঞ্জের আন্ডারে আপনি কয়টি বই পড়লেন তা ট্রেক অথবা গণনা করার জন্যে। আপনি “read” শেলফটি ব্যবহার করতে পারেন যেহেতু আপনার পড়া সব বই ওই শেলফে আপনি এড করেন। কিন্তু এতে সমস্যা হবে অন্যান্য বছরের পড়া বইগুলোও কাউন্ট হয়ে যাবে। তাই আমার সাজেশন আপনি “read-2015” নামে একটি শেলফ ক্রিয়েট করুন। আপনি অবশ্যই অন্য নাম ও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। শুধুমাত্র যেসব বই আপনি “২০১৫ জানুয়ারি ০১” তারিখ থেকে “২০১৫ ডিসেম্বর ৩১” তারিখের মধ্যে পড়বেন (সেসব বইগুলোতে অবশ্যই Finished Date ঠিক করে দিতে হবে বুক রিভিউ এডিট অপশন এ গিয়ে), এবং আপনার এই চ্যালঞ্জের জন্য ক্রিয়েট করা বুকশেলফ দিয়ে ট্যাগ করে দিবেন, সেসব বই এই চ্যালেঞ্জের জন্য কাউন্ট হতে থাকবে।
Screen 2 Save বাটন এ ক্লিক করুন।
Screen 3
আপনার avatar/profile picture টা দেখা যাবে এবং তার পাশে আপনার প্রগেস “bar graph” এবং % এর মাধ্যমে দেখানো হবে। যদি কোন প্রগেস না দেখা যায় তার মানে আপনি বই পড়া শেষ করে তাতে “Finished Date” ঠিক করে দেননি অথবা আপনি বইটিকে ঠিক বুকশেলফ দিয়ে ট্যাগ করে দেননি।
>>>আপনি যদি পারসেন্টেজের নাম্বার এর হাইপারলিঙ্ক এ ক্লিক করেন সেটি আপনাকে আরেকটি পেজ এ নিয়ে যাবে যেখানে আপনি এই চ্যালেঞ্জের জন্য পড়া আপনার বইগুলো দেখতে পাবেন।
সেখানে আরো ২টি অপশন দেখতে পাবেন - “update my entry” & “view community progress”।
***আপনি যদি “update my entry” তে ক্লিক করেন, আপনি আপনার goal নাম্বারস অথবা শেলফের নাম বদলাতে পারবেন।
***অথবা আপনি যদি “view community progress” এ ক্লিক করেন, আপনি আপনার ফ্রেন্ডস যারা এই চ্যালেঞ্জে এ অংশ নিচ্ছে এবং অন্যান্য অংশগ্রহণকারীদের দেখতে পাবেন। “View books” এ ক্লিক করলে তারা কোন বইগুলো পড়েছেন তা দেখতে পাবেন। মাউস cursor বুককভার এর উপর নিয়ে গেলে তারা কোন বইকে কয়টি স্টার দিয়েছেন তা দেখতে পাবেন।
Screen 1
গ্রুপ হোমপেজের “ফিচারড গ্রুপ চ্যালেঞ্জ” বক্সে সঠিক তথ্য ফিল-আপ করে দিন।
২টি “fill in field/box” দেখতে পাবেন।
I want to read ____ books for this challenge.
And
Enter a shelf name for this challenge: _____________
এই বক্সগুলোতে তথ্য ফিল-ইন করতে হবে।
লক্ষ্য করুন, আপনাকে একটি বুকশেলফ এর নাম দিতে হবে এই চ্যালেঞ্জের আন্ডারে আপনি কয়টি বই পড়লেন তা ট্রেক অথবা গণনা করার জন্যে। আপনি “read” শেলফটি ব্যবহার করতে পারেন যেহেতু আপনার পড়া সব বই ওই শেলফে আপনি এড করেন। কিন্তু এতে সমস্যা হবে অন্যান্য বছরের পড়া বইগুলোও কাউন্ট হয়ে যাবে। তাই আমার সাজেশন আপনি “read-2015” নামে একটি শেলফ ক্রিয়েট করুন। আপনি অবশ্যই অন্য নাম ও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। শুধুমাত্র যেসব বই আপনি “২০১৫ জানুয়ারি ০১” তারিখ থেকে “২০১৫ ডিসেম্বর ৩১” তারিখের মধ্যে পড়বেন (সেসব বইগুলোতে অবশ্যই Finished Date ঠিক করে দিতে হবে বুক রিভিউ এডিট অপশন এ গিয়ে), এবং আপনার এই চ্যালঞ্জের জন্য ক্রিয়েট করা বুকশেলফ দিয়ে ট্যাগ করে দিবেন, সেসব বই এই চ্যালেঞ্জের জন্য কাউন্ট হতে থাকবে।
Screen 2
Save বাটন এ ক্লিক করুন।
Screen 3
আপনার avatar/profile picture টা দেখা যাবে এবং তার পাশে আপনার প্রগেস “bar graph” এবং % এর মাধ্যমে দেখানো হবে। যদি কোন প্রগেস না দেখা যায় তার মানে আপনি বই পড়া শেষ করে তাতে “Finished Date” ঠিক করে দেননি অথবা আপনি বইটিকে ঠিক বুকশেলফ দিয়ে ট্যাগ করে দেননি।
>>>আপনি যদি পারসেন্টেজের নাম্বার এর হাইপারলিঙ্ক এ ক্লিক করেন সেটি আপনাকে আরেকটি পেজ এ নিয়ে যাবে যেখানে আপনি এই চ্যালেঞ্জের জন্য পড়া আপনার বইগুলো দেখতে পাবেন।
সেখানে আরো ২টি অপশন দেখতে পাবেন - “update my entry” & “view community progress”।
***আপনি যদি “update my entry” তে ক্লিক করেন, আপনি আপনার goal নাম্বারস অথবা শেলফের নাম বদলাতে পারবেন।
***অথবা আপনি যদি “view community progress” এ ক্লিক করেন, আপনি আপনার ফ্রেন্ডস যারা এই চ্যালেঞ্জে এ অংশ নিচ্ছে এবং অন্যান্য অংশগ্রহণকারীদের দেখতে পাবেন। “View books” এ ক্লিক করলে তারা কোন বইগুলো পড়েছেন তা দেখতে পাবেন। মাউস cursor বুককভার এর উপর নিয়ে গেলে তারা কোন বইকে কয়টি স্টার দিয়েছেন তা দেখতে পাবেন।