প্রেম ভালবাসা কি শুধুই শারীরিক মোহ, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? বিশ্বাস, মমতা, শ্রদ্ধা, বকুনি, অভিমান, অপেক্ষা, হাসি, হাপিত্যেশ আর চিনচিনে দুঃখের ককটেল হচ্ছে ভালবাসা।
সবাই ভালবাসতে পারেনা, বিশ ত্রিশ কিংবা পঞ্চাশ বছর এক ছাদের তলায় থাকলেই সেটা ভালবাসা হয়ে যায়না। ভালবাসার জন্যে হৃদয় থাকা চাই।
নিমাই ভট্টাচার্যের "মেমসাহেব" হচ্ছে এমন একটা উপন্যাস যা আপনাকে সত্যিকারের ভালবাসার মানে শেখাবে। অনেক রোম্যান্টিক উপন্যাস পড়েছি এর আগে, কিন্তু বিশ্বাস করুন এই বইটা আমাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করছে। বইটা পড়ার পর মনে হয়েছে সত্যিই এমনভাবে ভাবতে শিখলাম যেভাবে আগে ভাবতে পারতামনা।
বইটি প্রথম বেরিয়েছিল ১৯৬৮ সালে। পরে ১৯৭২ সালে এই উপন্যাসের কাহিনী অবলম্বনে "মেমসাহেব" নামেই চলচ্চিত্রে রূপায়িত হয়। নামভুমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অপর্ণা সেন।
বিশ্বাস, মমতা, শ্রদ্ধা, বকুনি, অভিমান, অপেক্ষা, হাসি, হাপিত্যেশ আর চিনচিনে দুঃখের ককটেল হচ্ছে ভালবাসা।
সবাই ভালবাসতে পারেনা, বিশ ত্রিশ কিংবা পঞ্চাশ বছর এক ছাদের তলায় থাকলেই সেটা ভালবাসা হয়ে যায়না। ভালবাসার জন্যে হৃদয় থাকা চাই।
নিমাই ভট্টাচার্যের "মেমসাহেব" হচ্ছে এমন একটা উপন্যাস যা আপনাকে সত্যিকারের ভালবাসার মানে শেখাবে। অনেক রোম্যান্টিক উপন্যাস পড়েছি এর আগে, কিন্তু বিশ্বাস করুন এই বইটা আমাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করছে। বইটা পড়ার পর মনে হয়েছে সত্যিই এমনভাবে ভাবতে শিখলাম যেভাবে আগে ভাবতে পারতামনা।
বইটি প্রথম বেরিয়েছিল ১৯৬৮ সালে। পরে ১৯৭২ সালে এই উপন্যাসের কাহিনী অবলম্বনে "মেমসাহেব" নামেই চলচ্চিত্রে রূপায়িত হয়। নামভুমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অপর্ণা সেন।