এককালে আমাদের এই দেশটা গ্রামপ্রধান ছিল। আস্তে আস্তে শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়লাম আমরা। এই শহুরে জীবনের নাম হল মেট্রোপলিটন জীবন। এই মেট্রোপলিটন জীবনকে ঘিরেই আমাদের মাঝে ঘটতে থাকল নানান ঘটনা। ষোলজন নবীনেরা এগিয়ে এল এই মেট্রোপলিটন জীবনের নানান কাহিনীকে গল্পাকারে সবার কাছে ছড়িয়ে দিতে। আর এই গল্প-গুচ্ছকে নিয়েই এই বইয়ের আয়োজন। মেট্রোপলিটন গল্প-গুচ্ছ।