“ক্যাবলা বললে, ধ্যাৎ, আলু-কাবলি কেন ? পােলাও-মুরগি-চিংড়ির কটিলেট-আনারসের চটিনি'_দই-রসগােল্লা...
টেনিদা বললে, ইস, ইস,-আর বলিসনি ! এমনিতেই পেট চুঁইচুঁই করছে তার ওপরে ওসব বললে একদম হার্টফেল করব I
ক্যাবলা হেসে বললে, হার্টফেল করলে তুমিই পস্তাবে I আজ রাত্তিরে আমাদের বাড়িতে এ-সবই রান্না হচ্ছে কিনা! আর মা তোমাদের তিনজনকে নেমন্তন্ন করতে বলে দিয়েছেন।
শুনে আমরা তিনজনেই এক্কেবারে থ ! পুরো তিন মিনিট মুখ দিয়ে একটা রা বেরুলো না I
তারপর তিড়িংং করে একটা লাফ দিয়ে টেনিদা বললে, সত্যি বলছিস ক্যাবলা-সত্যি বলছিস ? রসিকতা করছিস না তো ?
ক্যাবলা বললে, রসিকতা করব কেন ? রাঁচি থেকে মেসোমশাই এসেছে যে। তিনিই তো বাজার করে আনলেন।
-আর মুরগি ? মুরগি আছে তো ? দেখিস ক্যাবলা - বামুনকে আশা দিয়ে নিরাশ করিসনি I পরজম্মে তাহলে তােকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে-খেয়াল থাকে যেন!
-- ভাবনা নেই। আধ্-ডজন দড়িবাঁধা মুরগি উঠনে ক্যাঁ - ক্যাঁ করছে দেখে এলাম।
ট্রিম্-ট্রিম-ট্রা-লা-লা-লা-লা
টেনিদা আনন্দে নেচে উঠল ৷ সেইসঙ্গে আমরা তিনজন কােরাস ধরলাম I গলি দিয়ে একটি নেড়ি-কুকুর আসছিল, সেটা ঘ্যাঁক করে একটা ডাক দিয়েই ল্যাজ গুটিয়ে উলটোদিকে ছুটে পালাল।”
―
চারমূর্তি
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
1 like
All Members Who Liked This Quote
This Quote Is From
Browse By Tag
- love (101805)
- life (79838)
- inspirational (76251)
- humor (44490)
- philosophy (31170)
- inspirational-quotes (29033)
- god (26984)
- truth (24832)
- wisdom (24776)
- romance (24465)
- poetry (23441)
- life-lessons (22747)
- quotes (21209)
- death (20629)
- happiness (19105)
- hope (18648)
- faith (18509)
- inspiration (17499)
- travel (15875)
- spirituality (15807)
- relationships (15739)
- life-quotes (15655)
- motivational (15482)
- religion (15438)
- love-quotes (15421)
- writing (14983)
- success (14227)
- motivation (13386)
- time (12908)
- motivational-quotes (12666)


