Debayan
Debayan asked Riju Ganguly:

নমস্কার ঋজুবাবু. নতুন কোনো বাংলা বই কেনার আগে আমি প্রায়শই একবার চেক করে নিই আপনার কোনো রিভিউ আছে কিনা. আমার মতো অনেকের কাছে বইমেলাই একমাত্র জায়গা বাংলাদেশের বই হাতে নিয়ে দেখেশুনে কেনার. যদি আপনার পড়া কিছু ভালো বাংলাদেশের বই/সংকলন সাজেস্ট করেন ধন্যবাদার্হ থাকবো. ?

Riju Ganguly সখেদে জানাই, বাংলাদেশ থেকে প্রকাশিত কোনো বই দীর্ঘদিন হল পড়া হয়নি। একসময় বইবাংলার মাধ্যমে যেক'টি বই আনিয়েছিলাম, তাদেরও সবক'টি এখনও পড়ে উঠিনি। ফলে সাজেশন দিতে পারছি না।
ধন্যবাদ ও নমস্কারসহ।

About Goodreads Q&A

Ask and answer questions about books!

You can pose questions to the Goodreads community with Reader Q&A, or ask your favorite author a question with Ask the Author.

See Featured Authors Answering Questions

Learn more