নেট ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলো, শুধু লেখালেখির কথা চিন্তা করেই বেশ কিছু সফটওয়্যার বানানো হয়েছে। Scrivener নামের সফটওয়্যারটার ডেমো ভার্সন দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকার ভাবে ধারণাগুলোর কাটাকুটির সুযোগ আছে, দরকারে পরিবারতন্ত্রের মতো নেটওয়ার্কিংও করা যাবে খুব সহজে, প্রত্যেকটা চরিত্র নিয়ে আলাদা আলাদা ভাবে ছেনিমাটি ধরার অবকাশও আছে। উইন্ডোজ এর কোনো সুলভ সংস্করণ পাওয়া গেলো না বলে এই সফটওয়্যারটা বাগাতে পারলাম না। আপাতত কাজ করছি Celtx নামের আরেকটা সফটওয়্যার নিয়ে, সামনের কাজটা এটা দিয়েই সারতে চাই। Scrivener এর মতোন সূক্ষ্ণতা এর নেই, তবে ফ্রি সফটওয়্যারের কাছে এর বেশি আশা করি কি করে।
কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়ার পরে আমরা আর সেই প্রযুক্তিটিকে বাদ দিয়ে কোনো কিছুই ভাবতে পারি না, মানুষ এক আশ্চর্য প্রাণী।
Published on November 23, 2015 04:11