বেশ কিছুদিন ধরেই সময় দিচ্ছিলাম এটার পেছনে। অবশেষে আজকে জিনিসটা ফাইনাল হলো। আমার নতুন বইটা প্রকাশিত হলো স্ম্যাশওয়ার্ডস থেকে। এটি পুরোপুরিই ইবুক। আপাতত প্রিন্টেড ভার্সানে যাবার কোন পরিকল্পনা নেই।
বইটি বিনামূল্যে নামানো যাবে নিচের লিংক থেকে।
ইলিয়াসের ঘোড়া- তারেক নূরুল হাসানবইটি যারা পড়বেন, তাদের মতামত জানবার জন্যে অপেক্ষায় রইলাম।
Published on December 04, 2012 00:41