Spirited Away মুভিটা আবার দেখলাম, ঈদের মধ্যে। যে মুভি ভালো লাগে সেটা বার বার দেখা যায়। এনিমেটার মূল নায়ক-নায়িকারা ভূত হলেও মুভটা ভৌতিক নয়। গল্পের প্লটে ছোট্ট একটা মেয়ের (যাকে দেখলে আমার এক ভাগ্নীর কথা মনে হয়) ভূতেদের রাজপ্রাসাদে আটকে পড়ে যাওয়ার কাহিনী বয়ান করেন মায়াজাকি। ভূতেদের কাজ ছুটিতে ঘুরতে আসা দেবতাদের আয়াশের ব্যবস্থা করা।
Continue reading [বাঁশী] Always with Me →
Published on August 18, 2014 08:05