১."ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প" তেমন ক্রেতাপ্রিয়তা পায়নি বইমেলায়। বাংলা ব্লগের পাঠকদের যে একাংশ ঢাকায় থাকেন, তাঁদের একটি অংশই বইটির ক্রেতার ভূমিকা নিয়েছেন। এর জন্যে দায়ী ফ্যাক্টর হচ্ছে, ব্লগোস্ফিয়ারের বাইরে লেখকের অপরিচিতি এবং বইটির ক্ষেত্রে যথাযথ বিপণন উদ্যোগের অভাব। কিন্তু বইয়ের ক্ষেত্রে বিপণন অত্যন্ত ব্যয়বহুল, তাই এর প্রচার বাধ্য হয়েই অনলাইন কার্যক্রমের পরিসরে করতে হয়েছে। যাঁরা বইটি কিনছেন এবং
Published on February 27, 2010 13:01