পিটারসনের 12 Rules for Life: An Antidote to Chaos বইটা আমি হয়তো পড়বো না

জর্ডান পিটারসনের 12 Rules for Life: An Antidote to Chaos বইটা হয়তো আমি পড়বো না। মানে চেষ্টা করেছিলাম পড়ার। কিন্তু লেখার স্টাইল পছন্দ না হওয়ায় পড়ার আগ্রহ হারিয়ে ফেলছি। তবে এই বইটা না পড়লেও বইয়ের সূচীপত্রে অধ্যায়গুলোর নাম যেভাবে দেয়া সেটাও অনেকটা সলিড এডভাইস হিসেবে কাজ করে আসলে। তাই এখানে শুধু অধ্যায়গুলোর নাম তুলে দিলাম। সাথে বইটার দুটো সামারি লিংক। দুই নম্বর সামারিটা একটু ডিটেইলড। তবে বইটার ক্রিটিক আছে। সময় পেলে ওসবও পড়ে দেখা দরকার।

1. "Stand up straight with your shoulders back."

2. "Treat yourse...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2025 08:27
No comments have been added yet.