মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৫: ১ম মেধা তালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২-২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ১৮ জুন ২০২৫ তারিখ বিকাল ৪টায় প্রকাশিত হবে। এই ফলাফল শিক্ষার্থীরা দুটি উপায়ে জানতে পারবেন:

SMS-এর মাধ্যমে: মোবাইল থেকে nu atmf roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে। উদাহরণ: nu atmf 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠান।ওয়েবসাইটে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে। শিক্ষার্থীদের Applicant Login অপশনে গিয়ে Masters (Regular) Login লিংকে সঠিক রোল নম্বর ও পিন ব্যবহার করে ফলাফল দেখতে হবে।nu masters admission result 1st merit list গুরুত্বপূর্ণ তথ্য: দ্বৈত ভর্তি নীতি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত:

যদি কোনো শিক্ষার্থী বর্তমানে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকেন, তবে তাকে ২৫ জুন ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।ভর্তি প্রক্রিয়া ও সময়সূচি

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:

চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহতারিখ: ১৮ জুন ২০২৫ থেকে ২৯ জুন ২০২৫শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login অপশন থেকে Masters (Regular) Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন ব্যবহার করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি জমাতারিখ: ১৯ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫শিক্ষার্থীদের প্রতি জনের জন্য ৮৩৫/- টাকা রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ফি জমা দেওয়া যাবে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি।কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নতারিখ: ১৯ জুন ২০২৫ থেকে ০১ জুলাই ২০২৫কলেজ কর্তৃপক্ষকে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। তথ্য বা ছবিতে কোনো অসঙ্গতি থাকলে, কলেজ কর্তৃপক্ষকে তা লিখিতভাবে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে।রেজিস্ট্রেশন ফি জমা সোনালী ব্যাংকেতারিখ: ০২ জুলাই ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ (৮৩৫/- টাকা প্রতি শিক্ষার্থী) সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। এজন্য Admission Payment Info (Masters Reg.) অপশন থেকে Pay Slip ডাউনলোড করে সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134 উল্লেখপূর্বক ফি জমা দিতে হবে।ক্লাস শুরুর তারিখ

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জুলাই ২০২৫ থেকে শুরু হবে।

বিস্তারিত তথ্যের জন্য

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, সময়সূচি, এবং অন্যান্য নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus / Important Notice অপশনটি দেখুন: www.nu.ac.bd/admissions।

কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স?

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের লাখো শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে। মাস্টার্স প্রোগ্রামে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে উন্নত শিক্ষা গ্রহণ করতে পারেন এবং ক্যারিয়ারে সাফল্য অর্জনের পথে এগিয়ে যেতে পারেন।

যোগাযোগওয়েবসাইট: www.nu.ac.bd/admissionsফোন: ০২-৯৯৬৬৯১৫৭৪ইমেইল: adm.masf@nu.ac.bd

The post মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৫: ১ম মেধা তালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া appeared first on NU Result 2025.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2025 02:00
No comments have been added yet.


Jim Paredes's Blog

Jim Paredes
Jim Paredes isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jim Paredes's blog with rss.