আমের পাঁচালি, প্রেমের কমিক্স
আমের ইতিকথা। ঠিক আমের মতোই মিষ্টি (স্থানবিশেষে টকমিষ্টি), নরম, সুন্দরী, সুবাসিত, মন কেমন করানো... আসুন, আম প্রেমিকরা আমের পাঁচালি পড়তে দলে দলে যোগ দিন। জোকস অ্যাপার্ট, পরিচিত লেখক, সাংবাদিক, পরিবেশকর্মী সোপান জোশী ভারতীয় আমের যে কালচারার হিস্ট্রি লিখে দিয়ে গেলেন এই বইয়ে, তা আমের জীবন তো বটেই, আমাদের জীবনকেও ধরে রাখল। বই নিয়ে কাটাছেঁড়া করার ইচ্ছে নেই, তবে আমের স্মৃতি আর দ্রুত মুছে যেতে থাকা একটা অন্য ভারতের আমসর্বস্ব জীবনের স্বাদ পাওয়ার জন্যই এই বইটা পড়া চলে।
একটা ওয়েব কমিক থেকে শুরু হয়ে এই গ্রাফিক নভেল যে কীভাবে গোটা দুনিয়ার অন্যতম প্রিয় বই হয়ে উঠল, ভাবলে তাজ্জব হতে হয়। কুইয়ার আর এলজিবিটি নিয়ে কত বৈপ্লবিক আলোচনাই না হয়, কিন্তু মেনস্ট্রিমে একটা কুইয়ার রোমান্স যে একাধিক প্রজন্মকে এমনভাবে সম্মোহিত করে রাখতে পারে, সেটা সম্ভবত হার্টস্টপারের সাফল্যের আগে কেউ ভাবেনি। অথচ অ্যালিস ওসম্যানের এই গ্রাফিক নভেল সিরিজে বড় বড় বাতেলা নেই, জ্ঞান নেই, ভীষণ গুরুতর কিছু আর্টও নেই, আছে শুধু সারল্যে মাখা একটা টিন এজ লাভ স্টোরি। আর মন ছুঁয়ে যাওয়া কিছু ক্যারেক্টার৷ লক্ষ লক্ষ ছেলেমেয়ে আজকাল এই গ্রাফিক নভেলের ইউনিভার্সে নিজেকে কল্পনা করছে। নেটফ্লিক্সের দুটো সিজন ইকোয়ালি সুইট, চার্লি, নিক, অ্যানে, তারা, তাও, ডার্সি, মিস্টার ফারুক যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছে। গতকাল পাঁচ নম্বর ভলিউম পড়ে শেষ করলাম। গল্প জীবনের নিয়ম মেনে একটু বড় হয়েছে, কিন্তু বাটারফ্লাই এর আনাগোনা আগের মতোই। ছয় নম্বর বইয়েই এই সিরিজ শেষ হবে, সেটা আসার আগেই হাজারজন গুডরিডসে টপ রেটিং দিয়ে বসে আছে, এই হল ক্রেজের নমুনা।
নেটফ্লিক্স সিজন থ্রি আসার আগে পড়ে ফেলুন। একান্তই যদি না পড়তে পারেন, সিরিজটা অন্তত মিস করবেন না।
Published on July 09, 2024 02:35
No comments have been added yet.


