আমার আছে কষ্ট পাহাড়
পারভেজ হুসেন তালুকদার
আমার আছে কষ্ট পাহাড় অশ্রু জলের ঝর্ণা
দুখের আকাশ দুখের বাতাস আমার কভু পর না
ঝর্ণা বেয়ে নদী –
ব্যাথার স্রোতে কষ্ট ঢেউয়ে বইছে নিরবধি
বলতে হারাই বাক এ আমি ইচ্ছে করি যদি।
ছল করা সব সুখকে বলি সুখরে বিলি কর না
আমার মনে সুখের বাতাস উপচে গিয়ে পড়্ না।
দে না সুখের আলো –
মুছ মননের কষ্ট-ভরা সব বেদনার কালো
আমিও তো মানুষ আমার মননটা চায় ভালো।
The post আমার আছে কষ্ট পাহাড় appeared first on Parvej Husen Talukder.
Published on January 09, 2024 06:29