নির্মূল
| পারভেজ হুসেন তালুকদার
মনে করো আমি বেগুনি রঙের পাপড়ি ছড়ানো ফুল
সুবাসে সরব কোমলতা সব মোর চিরকাল, ভুল
বাগান রূপক সময়ের শেষে
অপরের তরে অমলিন হেসে
ঝরে পরি নিচে সে কথা কী মিছে? মিছে না তা এক চুল
তেমনি ধরার প্রতি সৃজনের সাথে ঘটে নির্মূল।
The post নির্মূল appeared first on Parvej Husen Talukder.
Published on July 13, 2023 07:26