বিচার নেই
পারভেজ হুসেন তালুকদার
আমি পাহাড়ের সমান সত্য গোপন করে বাঁচি
আমি প্রজ্বলিত আগ্নেয়গীরি
তবুও ভয়ে শীতল আমার দেহ,
সম্ভ্রমের প্রদীপ জ্বালিয়ে রাখতে
কালো-কলুষের ভয়ে আমি নির্বাক।
সত্যের অতৃপ্তির ছাপে,অসত্যের ছোঁয়ায়
সাগরের বিশালাকার ঢেউয়ের মত প্রতিবাদও আজ
নিস্তেজ, নিস্তব্ধ বয়ে চলা তটিনীর স্রোত।
সুশান্ত সমাজের কলুষের বাতাসে
সম্ভ্রমের প্রদীপ জ্বলন্ত রাখতে
বিষাক্ত সমাজের বিষে, জীবনের প্রদীপ নিভে।
জানতে পারি-
কলুষিত এই দুর্সমাজে সুসত্যের বিচার নেই।
উৎসর্গ: সৌম্য চৌধুরী, সাবেক চেয়ারম্যান
৩ নং রাজানগর ইউনিয়ন পরিষদ, দিরাই।
The post বিচার নেই appeared first on Parvej Husen Talukder.
Published on June 23, 2023 09:44