ভুলো না তোমার বাবাকে
পারভেজ হুসেন তালুকদার
ভুলো না তোমার বাবাকে কখনো
ভুলো না বাবার মায়া
জীবনের যত ভরসা তোমার
সকলই বাবার ছায়া।
বাবার অসীম শ্রমের ফসল
দিয়েছে সুখের আলো
তাঁর শরীরের ঘামের ফোঁটায়
মানুষ হয়েছ ভালো।
তোমার হাসিতে যে বাবা হাসেন
অটুট রাখো সে হাসি
ভুলো না তোমার বাবাকে, যেজন
তোমার জীবন চাষি।

Father of Parvej Husen Talukder
The post ভুলো না তোমার বাবাকে appeared first on Parvej Husen Talukder.
Published on May 26, 2023 08:21