স্বার্থ চেনো
পারভেজ হুসেন তালুকদার
নদী চিনো তার জল চেনো না
জলের ছলাৎছল চেনো না
ফ্রুট চিনো বাট ফল চেনো না
এমন ভাবুক তুমি
ফুটফুটে ঠিক বুল চেনো না
প্রেমীর কালো চুল চেনো না
পাপড়ি রঙিন ফুল চেনো না
চেনো ফুলের চুমি।
পারভেজ হুসেন তালুকদার
কবি ও শিশুসাহিত্যিক
The post স্বার্থ চেনো | পারভেজ হুসেন তালুকদার appeared first on Parvej Husen Talukder.
Published on April 22, 2023 22:17