হঠাৎ দেখা তোমার সাথে
হঠাৎ দেখা তোমার সাথে বৃষ্টি ভেজা একলা পথে, দাঁড়িয়ে রইলে তুমি শুধু আমার দিকে চেয়ে।
ভাবলাম ছুটে যাই তোমার কাছে, থমকে গেলাম সেই পুরনো কথা ভেবে।
তুমি এগিয়ে এসে বললে,’কেমন আছো ইশান, পারছ কি আমায় চিনতে?’
আমি বললাম,'আজ হঠাৎ এই প্রশ্ন! সত্যি বললে পারবে তো মানতে?
শহরের বুকে কত প্রেম দেখি কিন্তু আজও মনে ওই একই প্রশ্ন উঁকি দেয়,
আদৌ কি সবাই সুখে আছে, নাকি চলছে কেবল সমঝোতায়?'
বৃষ্টি নামলেই মনে পরে, কলেজ ষ্ট্রীটের ট্রামলাইন ধরে কত একসাথে হাঁটা,
গঙ্গার পারে আবার কখনো বসে, তোমার স্পর্শে আমার কবিতাগুলো আঁকা।
নন্দিনী, তোমার নামটায় আছে এক সরল পাগলামি, আছে এক মিষ্টি অনুভূতি।
কীভাবে পারলে সেদিন সঙ্গ ছেড়ে এগিয়ে যেতে, মিথ্যে করে সকল প্রতিশ্রুতি?
সত্যি! গল্প আর বাস্তবের মধ্যে, সবসময় রয়ে গেছে এক বিস্তর ফারাক।
অনেকটা সময় পর তুমি বললে,'বৃষ্টিটা একটু থেমেছে, চলো এগনো যাক'।
মুছে যায় সব ক্যানভাসের রং, আবেগহীন হয়ে পরে পৃথিবীর বুক।
আজও তাই আমার কবিতা খুঁজে বেরায়, সেই অচেনা হয়ে ওঠা চেনা মুখ।
তুমি আমায় থামিয়ে বললে,'সবটাই কি আমার দোষ ইশান? অপরাধী কি শুধু আমি?'
হাসির ছলে বললাম,'ফেলে আসা স্মৃতি আগলে মোরেও বেঁচে আছি, এইটুকু জানি'।
'সত্যি, ইশান! তুমি আর পাল্টালে না। এখনো একই আছো, যেমনটি ছিলে আগে'।
হ্যাঁ! নন্দিনী বদলাইনি বলেই হয়ত বৃষ্টির জলে আজও নিজের কান্না লুকাই, আর তুমি আছো হাসি মুখে।
কিছুটা সময়ের পর আবারও এক গোধূলি এল নেমে, বিচ্ছেদ সেদিনও হয়েছিল আজও হবে,
শুধু তফাৎ, সেদিন গেছিলে না বলে আর আজ তুমি যাবে জানিয়ে।Ghosa Kacher JibonGhosa Kacher JibonRanit Bhowmik
ভাবলাম ছুটে যাই তোমার কাছে, থমকে গেলাম সেই পুরনো কথা ভেবে।
তুমি এগিয়ে এসে বললে,’কেমন আছো ইশান, পারছ কি আমায় চিনতে?’
আমি বললাম,'আজ হঠাৎ এই প্রশ্ন! সত্যি বললে পারবে তো মানতে?
শহরের বুকে কত প্রেম দেখি কিন্তু আজও মনে ওই একই প্রশ্ন উঁকি দেয়,
আদৌ কি সবাই সুখে আছে, নাকি চলছে কেবল সমঝোতায়?'
বৃষ্টি নামলেই মনে পরে, কলেজ ষ্ট্রীটের ট্রামলাইন ধরে কত একসাথে হাঁটা,
গঙ্গার পারে আবার কখনো বসে, তোমার স্পর্শে আমার কবিতাগুলো আঁকা।
নন্দিনী, তোমার নামটায় আছে এক সরল পাগলামি, আছে এক মিষ্টি অনুভূতি।
কীভাবে পারলে সেদিন সঙ্গ ছেড়ে এগিয়ে যেতে, মিথ্যে করে সকল প্রতিশ্রুতি?
সত্যি! গল্প আর বাস্তবের মধ্যে, সবসময় রয়ে গেছে এক বিস্তর ফারাক।
অনেকটা সময় পর তুমি বললে,'বৃষ্টিটা একটু থেমেছে, চলো এগনো যাক'।
মুছে যায় সব ক্যানভাসের রং, আবেগহীন হয়ে পরে পৃথিবীর বুক।
আজও তাই আমার কবিতা খুঁজে বেরায়, সেই অচেনা হয়ে ওঠা চেনা মুখ।
তুমি আমায় থামিয়ে বললে,'সবটাই কি আমার দোষ ইশান? অপরাধী কি শুধু আমি?'
হাসির ছলে বললাম,'ফেলে আসা স্মৃতি আগলে মোরেও বেঁচে আছি, এইটুকু জানি'।
'সত্যি, ইশান! তুমি আর পাল্টালে না। এখনো একই আছো, যেমনটি ছিলে আগে'।
হ্যাঁ! নন্দিনী বদলাইনি বলেই হয়ত বৃষ্টির জলে আজও নিজের কান্না লুকাই, আর তুমি আছো হাসি মুখে।
কিছুটা সময়ের পর আবারও এক গোধূলি এল নেমে, বিচ্ছেদ সেদিনও হয়েছিল আজও হবে,
শুধু তফাৎ, সেদিন গেছিলে না বলে আর আজ তুমি যাবে জানিয়ে।Ghosa Kacher JibonGhosa Kacher JibonRanit Bhowmik
Published on June 28, 2021 05:52
No comments have been added yet.


