প্রায় বছর খানেক আগে জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম TEDx Talk এর একটি পর্বে একজন জার্মান মেডিক্যাল ছাত্রী বলে, পেডােফিলিয়া বা শিশুকাম একটি অপরিবর্তনীয় যৌনপ্রবৃত্তি (unchangeable sexual orientation)। একজন নারী ও পুরুষের পারস্পরিক যৌনকামনা যেমন স্বাভাবিক, তেমনি কিছু মানুষ শিশুদের প্রতি যৌন আকর্ষণ বােধ করে—এটাও স্বাভাবিক। এই তাড়না, এই আকর্ষণবােধের কারণে শিশুকামীদের দোষারােপ করা উচিত না। ভিডিওটি প্রকাশিত হবার সাথে সাথে ব্যাপক তর্ক-বিতর্ক শুরু হয়। মজার ব্যাপারটা হলাে সেই ছাত্রী এটাও বলেছে যে, এ ধরন...
Published on October 10, 2020 19:58