আর্নেস্ট হেমিংওয়ে এবং স্কট ফিটজেরাল্ডের বন্ধুত্ব : উত্থান-পতন

সাহিত্যজগতের দুই মহারথী—আর্নেস্ট হেমিংওয়ে এবং এফ. স্কট ফিটজেরাল্ড, ব্যক্তিগত জীবনে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। প্রথম পরিচয় হয় প্যারিসে, ১৯২৫ সালের মে মাসে। একসঙ্গে দক্ষিণ ফ্রান্স চষে বেড়ান এবং দুজনের সম্পর্ক অম্লমধুর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের মাটিতে এসে। বন্ধুত্বের সূচনা প্যারিসে আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯-১৯৬১), এমন একজন লেখক—যাকে অভিহিত করা হয় ‘লারজার দ্যান লাইফ’ সাহিত্যিক হিসেবে। জয় করেছেন সাহিত্যে পুলিৎজার পুরষ্কার ও নোবেল পুরষ্কার। লিখেছেন দ্য সান অলসো রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হুম ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2020 16:56
No comments have been added yet.