নালন্দা মঠ আর খলজির কথা

বিহারে বখতিয়ার খলজির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযােগ, তিনি নালন্দা বিহার ধ্বংস করেন এবং সেখানকার নিরীহ ভিক্ষুদের অকারণ হত্যা করেন। এর পক্ষে-বিপক্ষে প্রচুর তথ্য চালাচালি হয়। এ বিষয়ে গবেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় নালন্দা সম্পর্কে প্রচলিত কিছু বিতর্ক নিয়ে আলােচনা করেছেন। তাঁর মতে, বখতিয়ারের বিরুদ্ধে নালন্দা মহাবিহার তথা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার নিরঙ্কুশ অপবাদ বহুল প্রচারিত। কোনাে কোনাে ঐতিহাসিক লিখেছেন, বিশ্ববিদ্যালয়টি ১১০০ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি ধ্বংস করেছেন। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগও ব...

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2020 05:00
No comments have been added yet.