সৌন্দর্যের উৎপত্তি (Origin of beauty)
লেখক- এদুয়ার্দো গ্যালিয়ানো
ঐ তো, তারা ওখানেই, গুহার দেয়ালে ও ছাদে চিত্রিত অবস্থায় রয়েছে।
বাইসন, এলক, ভালুক, ঘোড়া, ঈগল, নারী, পুরুষ- শ্বাশ্বত, কালজয়ী সব প্রতিকৃতি। হাজার হাজার বছর আগে তাদের প্রত্যেকের জন্ম। কিন্তু কেউ যখন তাদের দিকে তাকায়, তাদের যেন নবজন্ম ঘটে।
আমাদের পূর্বপুরুষেরা কীভাবে এতটা সূক্ষ্মভাবে আঁকতে শিখেছিলো? যে বর্বর পুরুষ নিজের খালি হাত দিয়ে বন্যপশুর সাথে লড়াই করত, সেই হাত দিয়েই সে কীভাবে এতটা মমতা দিয়ে ছবি আঁকতে পারতো? তাঁর আঁকিবুঁকিগুলো কীভ...
Published on July 16, 2020 01:53