রমাদান ও দাঁড়কাকের উষ্মা

ফি বছর ইসলামের নানা অনুসঙগ এলেই এক শরেণির মানুষকে সব-অসতিতব জানান দেওযার চেষটায লিপত হতে দেখা যায। এরা সচরাচর পরগতিশীল, সুশিল, সংসকৃতিমনা, আধুনিকমনা ইতযাদি নামে পরিচিত। কেন জানি দেশীয পৌততলিক আচারে এদের আধুনিক মন ঠাস করে ফিউজ হযে যায, শুধু ইসলামের কষেতরেই ১০০ পাওযারের সৈনিক বালবের মত জেগে উঠে। এবার রমাদানেও এমন একজন ভদদরনোক রমাদান নিযে চিনতিত হযে পডেছেন; ভকতকূল তার দাবি যাচাই না করেই পরম ভকতিতে সেটা মেনে নিযেছে এবং ধারমিকদের এক হাত দেখে নেওযার আশায সমিতহাসয হচছে।

তিনি বলেছেন, ‘ধরমীয কারণে উপোস...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2019 06:34
No comments have been added yet.