তিনটি কবিতা

একটি নিমতলা রাত থমথমে নয়, কেবল গাছের পাতার অফবিট রোদন, আর নিছক সাহিতযের সাথে সারাদিন জোচচুরির পর তরিপল আর মাদুরটা ঘুমিয়ে পড়েছে। শেষ চকররেল কখন পেরিয়ে গেছে জানিনা এখন সে লাইনেই আমি ফলুরোসেনট হলুদ ও রেশমবৃততের সাথে সঙগমে মেতেছি। এই খরসরোতা সবপন পরথম দেখা কোনো এক সিনেমায় আজ নায়কের চেনা নাম মনে পড়লে আঁতকে উঠি। বিসরজনের রাত! ঘাটে তখন, ‘আসছে বছর আবার হবে’, শমশানে তখন দুটো চিতা;
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2018 21:54
No comments have been added yet.