লেখালেখি নিয়ে খুব নিয়মিত আমি নই,তবে ঘটনাচক্রে আমার প্রকাশিত একমাত্র বইটি, সাক্ষী ছিলো শিরস্ত্রাণ, একটি জীবন-ভিত্তিক উপন্যাস প্রচেষ্টা। সে কারণেই,সমস্ত কিছু ঠিকঠাক থাকলে জীবনী-ভিত্তিক উপন্যাস রচনার অভিজ্ঞতা নিয়ে বাগাড়ম্বর করতে আগামী শুক্রবার (০৭ সেপ্টেম্বর, ২০১৮) উপস্থিত থাকবো বাতিঘর বইবিপণীর ঢাকা শাখায়। সময় সকাল ১১টা।
সুমন রহমানের সভাপতিত্বে আলোচ্য বিষয়ে আরো বলবেন বিশ্বজিৎ চৌধুরী, শাহাদুজ্জামান আর বিনোদ ঘোষাল। আমি নিজে মূলত অগ্রজ এই লেখকদের উপন্যাস-যাত্রা শুনতেই যাবো।
"সাক্ষী ছিলো শিরস্ত্রাণ" যারা পড়েছেন, যারা কখনো আলোচনা করেছেন বইটা নিয়ে, যারা দেখেছেন হাতে নিয়ে নেড়েচেড়ে এবং যারা হতাশ হয়ে রেখে দিয়েছেন মাঝপথেই; আপনাদের সকলের আমন্ত্রণ রইলো।
Published on September 03, 2018 09:04