অনেকেই মনে করে এপিআই প্রজেক্ট মানেই অনেক অনেক কঠিন কিছু। তারউপরে নোডজেএস হলে তো কথাই নাই। সাথে জেসন ওয়েব টোকেন? থাক আর করা লাগবে না! অথচ এগুলো সবই কিন্তু খুবই সহজ। চলেন “লার্ন উইথ হাসিন হায়দার” থেকে আমরা নোডজেএস দিয়ে একটা ছোট্ট এপিআই প্রজেক্ট তৈরী করে সেটা জেসন ওয়েব টোকেন বা JWT দিয়ে সিকিউর করে ফেলি 
Published on July 03, 2018 10:50