একুয়া রেজিয়ার গল্প "আনাফ ও ফ্যামিলি পেস্ট্রি কেক" অবলম্বনে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র "আনাফ"
এ সময়ের জনপ্রিয় গল্পকার একুয়া রেজিয়ার ছোটগল্প "আনাফ ও ফ্যামিলি পেস্ট্রি কেক" বছর তিনেক আগে রীতিমত টনক নড়িয়ে দিয়েছিলো অনেক মানুষের। ছোট্ট আনাফের গল্প জেনে বাস্তবে অনেকেই নতুন করে শুরু করতে চেয়েছিলেন তাঁদের গতানুগতিক জীবন। সেই কাহিনী অবলম্বনে সৃষ্টি এই শর্টফিল্ম "আনাফ"।
“Life is so beautiful when you have your own people around!” এই কথাতে বিশ্বাসী একুয়া রেজিয়ার আজ জন্মদিন। চলুন, আজকে এই গল্পকারকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং দেখে নেই শর্টফিল্মটি।
মূল গল্প- একুয়া রেজিয়া
পরিচালক- বিধান সাহা।
শর্টফিল্মটি দেখে ভালো লাগলে আমাদেরকে আপনার মন্তব্য জানান এবং ভিডিওটি শেয়ার করুন সবার সাথে!
"আনাফ"
একুয়া রেজিয়ার গল্প "আনাফ ও ফ্যামিলি পেস্ট্রি কেক" অবলম্বনে সল্প দৈর্ঘ চলচ্চিত্র "আনাফ"
Posted by একুয়া রেজিয়া - Aqua Rezia on Wednesday, 25 November 2015
অভিনয়ে
রিদওয়ান হাফিজ
আয়শা কাশফি
জায়ান
সাদিয়া
মীম
সীমান্ত
আই ই এস স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ
অতিথি চরিত্র
নাজিয়া জেবিন
Published on November 25, 2015 17:30