বিষবৃক্ষ

গল্পটি অবসরের। নাহ! অবসর সময়ের কোন গল্প নয়। মুল চরিত্রের নাম অবসর। অবসরের জীবনে ঘটতে থাকা ঘটনার প্রবাহ তার চিন্তা জগতে নিয়ে আসে এক ব্যাপক পরিবর্তন। মফঃস্বলে বেড়ে ওঠা অবসর হঠাৎ করেই জীবনচক্রের আবহে চলে আসে ঢাকায়।
বাবা-মা’র মৃত্যু, বড় বোনের বাসায় থাকা এবং বিষ-চরিত্রের দুলাভাই এর অসহিষ্ণু বেড়াজালের মধ্যে আটকে পড়া অবসরের একমাত্র বন্ধু হয়ে ওঠে একটি চড়ুই পাখি।

অবসরের মনন জগতে অদ্ভুত কিছু পরিবর্তন আসলেও তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যাবে বইয়ে। তবুও পুরোপুরি মনস্তাত্ত্বিক উপন্যাসের জনরায় ফেলতে পারবেন না বইটিকে।

গল্পের চরিত্রায়নে বাসার কোনায় কোনায় ভূত খুজতে থাকা ময়না মা, মফস্বল শহরের সবচাইতে কাছের বন্ধু ইদরিস এবং নিমাদি, ফিরোজ দাদা সহ আরো অনেককেই দেখা যাবে। অবসর কি তার জীবন থেকে বিষবৃক্ষের প্রভাব মুছে ফেলতে পারে? ফিরোজ দাদা’র হাতে তুলে দেয়া এন্টি কাটার ও চড়ুই পাখির অদ্ভুত যোগাযোগ শেষ পর্যন্ত কি পরিণতি পেল। জানুন বইটির স্পর্শে এসে।

ইকবাল মাহমুদ ইকু’র দ্বিতীয় একক উপন্যাস 'বিষবৃক্ষ' বইয়ের বরাবরের মত চমৎকার প্রচ্ছদটি করেছেন তিহিমনি। এক রঙ্গা এক ঘুড়ি থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি মূল ভবনের সাথেই “লিটল ম্যাগাজিন চত্বর” এর “মেঘফুল” স্টলে।
পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ পৃষ্ঠা।
মুদ্রিত মুল্যঃ ১৮৫ টাকা

বিষবৃক্ষ
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2017 09:00
No comments have been added yet.