এলোপাথারিয়া

এলেআপাথারিয়া বিষভরা গান
রক্তে কেমন বাজে রে
বই ছুঁড়ে ফেলে কাদায় লাফায়
দাঁতহীন মাঢ়ি মাজে রে

কে আছে কোথায় কারা কি বোঝায়
যত বাঁকা আছে আসে না সোজায়
তবে কি মিথ্যা সাজে রে
বেহুদা এ-গান বাজে রে

এই সকরুন বুদ্ধিজীবিতা
শব্দে বাক্যে লেগে আছে তিতা
তার তরে আজ কাঁদে অস্মিতা
টিপাইমুখের লাজে রে
বেহুদা এ-গান বাজে রে

ঘোলা চোখে ওড়ে মাতাল সারস
সেথা তর্কের ঝরিতেছে রস
নাই আর কোন কাজে রে
মন মরে তার ভাঁজে রে
গোপন ভাঁজের লাজের রে

বিষভরা গান এলোপাথারিয়া
রঙিলা রাষ্ট্রে আসে জ্বর দিয়া
কাঁপে বেশরম লাজে রে
টিপাইমুখের লাজে রে
সাংবাদিকের আসরে বসিয়া
দাঁতহীন মাঢ়ি মাজে রে

বিষভরা গান শিরায় শিরায়
মানেহীনভাবে বাজে রে
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2009 01:16
No comments have been added yet.