Anwar Pasha
Born
in Murshidabad, India
April 15, 1928
Died
December 14, 1971
Genre
![]() |
রাইফেল, রোটি, আওরাত
by
4 editions
—
published
1979
—
|
|
![]() |
মানসিংহ ভবানন্দ উপাখ্যান
by |
|
![]() |
কালকেতু উপাখ্যান
by |
|
![]() |
নীড় সন্ধানী
|
|
![]() |
চর্যাগীতিকা
by |
|
![]() |
নিরুপায় হরিণী
|
|
“প্রেমে ও রণে কিছুই অন্যায় নয়।
একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভিতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয়, তবে যুদ্ধে সবি অন্যায়। যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক। তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কর্ম।
কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না।
নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন। এবং বর্তমানের মূর্খরা ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা, এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে।”
― রাইফেল, রোটি, আওরাত
একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভিতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয়, তবে যুদ্ধে সবি অন্যায়। যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক। তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কর্ম।
কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না।
নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন। এবং বর্তমানের মূর্খরা ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা, এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে।”
― রাইফেল, রোটি, আওরাত
“পাকিস্তানের কোনখানে বাংলাদেশ আছে শুনি? প-এ পাঞ্জাব-পাঠান, ক-এ কাশ্মীর, স-এ সিন্ধু, স্তান-এ বেলুচিস্তান- এই তো পাকিস্তান শব্দের ব্যাখ্যা। তা হ'লে বাংলা স্থান পেল কোন অংশে?”
― রাইফেল, রোটি, আওরাত
― রাইফেল, রোটি, আওরাত
“ফাঁকা মাঠে গোল দিতে পারলে কে আর কষ্ট ক'রে খেলা শেখে? এবং কোন খেলা না শিখেই খেলায় জয়লাভ চাইলে চরিত্র হারাতে হয়। চরিত্রহীনের সম্বল তোষামোদ, আর দালালি।”
― রাইফেল, রোটি, আওরাত
― রাইফেল, রোটি, আওরাত
Topics Mentioning This Author
topics | posts | views | last activity | |
---|---|---|---|---|
Around the World ...: Bangladesh | 16 | 1112 | Jan 09, 2025 08:48PM |