মাহবুব আজাদ's Blog, page 2
July 30, 2010
শেষ হইয়াও হইলো না শেষ
বইমেলা থেকে বই দোকান পর্যন্ত পৌঁছানোর যাত্রা ডারউইনের বিগলযাত্রার মতোই দীঘল হয়ে পড়বে, কে জানতো?
ঢাকায় আজিজ সুপার মার্কেট থেকে বইয়ের দোকানগুলো গেঞ্জির দোকানের কাছে হার মেনে সরে পড়েছে। বই নয়, গেঞ্জিই ঢাকায় বেশি পাঠ্য। কী আর করা। সরে গিয়ে বইয়ের দোকানগুলো আশ্রয় খুঁজে নিয়েছে কাটাবনের কনকর্ড এম্পোরিয়ামে।
বইমেলায় আমার বইটির পরিবেশক ছিলো "পাঠসূত্র"। কনকর্ড এম্পোরিয়ামে তাদেরও একটি দোকান
ঢাকায় আজিজ সুপার মার্কেট থেকে বইয়ের দোকানগুলো গেঞ্জির দোকানের কাছে হার মেনে সরে পড়েছে। বই নয়, গেঞ্জিই ঢাকায় বেশি পাঠ্য। কী আর করা। সরে গিয়ে বইয়ের দোকানগুলো আশ্রয় খুঁজে নিয়েছে কাটাবনের কনকর্ড এম্পোরিয়ামে।
বইমেলায় আমার বইটির পরিবেশক ছিলো "পাঠসূত্র"। কনকর্ড এম্পোরিয়ামে তাদেরও একটি দোকান
Published on July 30, 2010 09:29
April 17, 2010
দোকানে গরজে বই, ঘন বরষা
অবশেষে ঢাকায় একটা বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে আমার বই, "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প"।
ঠিকানা দিচ্ছি।
পাঠসূত্র
কনকর্ড টাওয়ার, প্রথম তলা
কাটাবন
দিচ্ছি ম্যাপও।
*সংযোজনঃ
চট্টগ্রামেও বইটি পাওয়া যাচ্ছে নন্দনে। নন্দনের ঠিকানা জানি না, তবে সচল নীড় সন্ধানীর সৌজন্যে একটি গুগলম্যাপ পাওয়া গেছে, সেটি তুলে দিচ্ছি।
এছাড়া সিলেটে প্রকাশকের গুহা থেকেও সংগ্রহ করা যাবে বই। ঠিকানাঃ
১০৪ রাজা ম্যানশন
৩য় তলা
ঠিকানা দিচ্ছি।
পাঠসূত্র
কনকর্ড টাওয়ার, প্রথম তলা
কাটাবন
দিচ্ছি ম্যাপও।
*সংযোজনঃ
চট্টগ্রামেও বইটি পাওয়া যাচ্ছে নন্দনে। নন্দনের ঠিকানা জানি না, তবে সচল নীড় সন্ধানীর সৌজন্যে একটি গুগলম্যাপ পাওয়া গেছে, সেটি তুলে দিচ্ছি।
এছাড়া সিলেটে প্রকাশকের গুহা থেকেও সংগ্রহ করা যাবে বই। ঠিকানাঃ
১০৪ রাজা ম্যানশন
৩য় তলা
Published on April 17, 2010 10:44
February 27, 2010
ফলোআপ
১."ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প" তেমন ক্রেতাপ্রিয়তা পায়নি বইমেলায়। বাংলা ব্লগের পাঠকদের যে একাংশ ঢাকায় থাকেন, তাঁদের একটি অংশই বইটির ক্রেতার ভূমিকা নিয়েছেন। এর জন্যে দায়ী ফ্যাক্টর হচ্ছে, ব্লগোস্ফিয়ারের বাইরে লেখকের অপরিচিতি এবং বইটির ক্ষেত্রে যথাযথ বিপণন উদ্যোগের অভাব। কিন্তু বইয়ের ক্ষেত্রে বিপণন অত্যন্ত ব্যয়বহুল, তাই এর প্রচার বাধ্য হয়েই অনলাইন কার্যক্রমের পরিসরে করতে হয়েছে। যাঁরা বইটি কিনছেন এবং
Published on February 27, 2010 13:01
February 15, 2010
প্রবাসীদের জন্যে অনলাইনে কেনার একটি উপায়
বই-মেলা ডট কম এর ওয়েবসাইট অনুযায়ী, "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প" প্রবাসীরা অনলাইনে কিনতে পারবেন। এই লিঙ্ক অনুসরণ করার জন্যে সকলে অনুরুদ্ধ।বই-মেলা ডট কম এর কাছে আশা করবো, তারা সচলায়তনের লেখকদের জন্যে একটি আলাদা কর্ণার তৈরি করবেন, যাতে একাধিক লেখকের বই বেছে নিয়ে কার্টে তোলা যায়। এতে করে বইপিছু শিপিং কস্ট অনেক কম পড়বে। তাদের এই আয়োজনের জন্যে ধন্যবাদ জানাই।[]
Published on February 15, 2010 09:55
মাহবুব আজাদ's Blog
- মাহবুব আজাদ's profile
- 111 followers
মাহবুব আজাদ isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
