এমনেই ফিকশান লেখতেছিলাম। তো কিছুদূর আগানোর পর ফিকশনের উপর আর আমার নিয়ন্ত্রণ রইলো না। ক্যারাকটারগুলা নিজের মত কইরাই স্প্রেড হচ্ছিল। তো একদম যে নিয়ন্ত্রণ হারাইয়া উপন্যাস লেইখা ফেলছি ব্যাপারটা এমনও না। ফিকশন লেখা বেশ পরিশ্রমের। মাটি-কাটার মতই কঠিন কাজ একচুয়ালি। একটু অন্যমনস্ক হইলে ফিকশানের ক্যারাকটারগুলাই রাইটারের সাথে বিট্রেই করে, সুযোগ পাইলে জুলুম আর বেঈমানি তো করেই।'রসুন চাষের ঘটনাবলী' উপন্যাস আমি একটানা লেখছি, রিডাররা পড়তে গেলেও এক বসায় পইড়া ফেলতে পারার কথা, ছোট উপন্যাস। লেখতে লেখতে একটা সময় ক্যারেকটারগুলা আমারে ডিস্টার্ব করা শুরু কইরা দেয়। ডিস্টার্ব বলতে স্বপ্নে আইসা হাউকাউ করা স্টার্ট দিল। ঘুমাইতে পারতেছিলাম না, রাস্তায় হাঁটতে হাঁটতে সাডেনলি সামনের মানুষটারেই ফিকশনের লোক মনে হইতে থাকলো। তাই তাড়াতাড়ি লেখা ইস্তফা দিয়া বই কইরা ফেলার ডিশিসন নিই।
পাবলিশার: বুকিশ
প্রচ্ছদ: রাজীব দত্ত
দাম: ১৯৫ টাকা
রকমারিতে পাওয়া যাচ্ছে।
রকমারি লিংক