রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড] Quotes
রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড]
by
Rabindranath Tagore16 ratings, 4.69 average rating, 1 review
রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড] Quotes
Showing 1-2 of 2
“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।
এ সংসারের নিত্যখেলায়,
প্রতিদিনের প্রাণের মেলায়,
বাটে ঘাটে হাজারলোকের হাস্য-পরিহাস –
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ ।
আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
মঞ্জরিত শাখায় শাখায়,
মৌমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিঃশ্বাস
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ ।”
― রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড]
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।
এ সংসারের নিত্যখেলায়,
প্রতিদিনের প্রাণের মেলায়,
বাটে ঘাটে হাজারলোকের হাস্য-পরিহাস –
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ ।
আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে
চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
মঞ্জরিত শাখায় শাখায়,
মৌমাছিদের পাখায় পাখায়,
ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিঃশ্বাস
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ ।”
― রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড]
“তোমার মাপে হয় নি সবাই
তুমিও হও নি সবার মাপে ,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে—
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি ?
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি ।
আকাশ তবু সুনীল থাকে ,
মধুর ঠেকে ভোরের আলো ,
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো ।
যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর ।
মনেরে তাই কহ যে ,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে ।”
― রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড]
তুমিও হও নি সবার মাপে ,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে—
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি ?
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি ।
আকাশ তবু সুনীল থাকে ,
মধুর ঠেকে ভোরের আলো ,
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো ।
যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর ।
মনেরে তাই কহ যে ,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে ।”
― রবীন্দ্র-রচনাবলী [এক - অষ্টাদশ খণ্ড]
