দস্তয়ভস্কির লেখা বর্ণিল ট্যাপেস্ট্রির মত না। স্কেচের মত। এখানে একটু 'টোন' দিল, ওখানে আঁচড়। পুরো ছবিটা একবারে আঁকা হচ্ছে। চরিত্রগুলো সবাই প্রথমে সাদামাটা একইরকম হতে হতে আস্তে আস্তে স্বকীয়তা পাচ্ছে, ফুটে উঠছে কোনো একেকটা বিশেষ দাগে। পুরোটা যখন আঁকা হবে, ভায়োলা!
— Jan 02, 2016 11:33AM
Add a comment