তিনি উচ্চকন্ঠে বললেন- "হে কাপুরুষের দল! দেশ শাসন করার জন্য তোমরা আহার-নিদ্রা হারাম করে উঠে পড়ে লেগেছ। অথচ তোমাদের দেশের অমূল্য সম্পদ পেট্রোল ভূতল দিয়ে অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে সেই খবর তোমরা রাখো না। কেন এখনো তোমরা পেট্রোল উত্তোলন করে দুনিয়ার অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারলে না? আল্লাহ সমুদ্রে তোমাদের জন্য অফুরন্ত রিজিক রেখে দিয়েছেন। কখনো কি সেসব সন্ধান করেছ? তালাশ করেছ সমুদ্রের নিচে অফুরন্ত তেলের ভাণ্ডার?"
— May 21, 2024 07:39AM
Add a comment