উইল ডুরান্ট > Quotes > Quote > SAQIB liked it

“যেসব ঈর্ষাতুর নিজেদের জ্ঞানকে পৃথিবী থেকে আলাদা করে শুধু নিজেদের মধ্যে রুদ্ধ করে রাখতে চান, তাদের এই গণ্ডিবদ্ধতা আর বর্বর পরিভাষার জন্য যদি মানুষ—যে শিক্ষাটুকু তারা নিজেরা দিতে পারতেন, তার সন্ধানে সস্তা-হালকা বইপত্র, বক্তৃতা বা বয়স্ক শিক্ষার দিকে ছুটে যায় তাহলে তার জন্য তারাই দায়ী ও দোষী। যেসব অবিশেষজ্ঞরা জীবনের প্রতি ভালোবাসার তাগিদে জ্ঞানকে মানবীয় করে তুলছেন তাদের প্রতি ওইসব লোকের অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী বিশেষজ্ঞদের কৃতজ্ঞ থাকা উচিত। ওদের শিক্ষা আর জ্ঞানকেই তো অবিশেষজ্ঞরা জনচিত্তে ছড়িয়ে দেওয়ার সহায়তা করছেন।

ভূমিকা, দর্শনের ইতিকাহিনি”
উইল ডুরান্ট

No comments have been added yet.