Sunil Gangopadhyay > Quotes > Quote > (mishti)kumropotaash liked it

Sunil Gangopadhyay
“বাঙালিরা ধর্ম নিয়ে মাতামাতি করে, ধর্মসংস্কারের ব্যাপারে কেউ কিছু বললেই গেল গেল রব তোলে,কিন্তু এই বাঙালিরাই ব্যক্তি জীবনে ধর্মের প্রায় কোনও নির্দেশই মানে না। সততা,পবিত্রতা, সেবা, এই সব ব্যাপারে তারা প্রায় অধার্মিক । বাঙালিরা খুব পরের সমালোচনা করে, পরনিন্দা করে কিন্তু আত্মসমালোচনা করে না। বাইরে খুব উদার মত প্রচার করে,নিজের পরিবারের মধ্যে অতি রক্ষণশীল। খবরের কাগজে তর্জন গর্জন দেখলে মনে হবে খুব সাহসী, আসলে অত্যন্ত ভীরু।

মোট কথা হল,বাঙালিরা বাইরে যতই উদার, শিক্ষাভিমানী, রুচিশীল ভাব দেখাক, আসলে তারা ভেতরে ভেতরে ভণ্ড। মুখে যা বলে,নিজে তা বিশ্বাস করে না। এমন ভণ্ড তুমি আর কোথায় পাবে।”
Sunil Gangopadhyaya, প্রথম আলো ২

No comments have been added yet.