আলী তানতাবী > Quotes > Quote > Shaon liked it
“...আমি অবশ্য ব্যর্থ হয়েছি দু'টো কারণে। প্রথমত সাধ্যের চেয়ে বেশি কাজের দায়িত্ব ঘাড়ে নিয়েছি। কোর্টের কাজ, একাধিক পত্রিকায় লেখালেখি, রেডিওতে অংশগ্রহন এবং বক্তৃতা ও লেকচার প্রস্তুতকরণ সবই এক সাথে করি। যদি যেকোন একটি নিয়ে থাকতাম, তাহলে সফল হতে পারতাম। দ্বিতীয়ত আমার স্বভাবে একধরণের ঢিলেমি ও আক্ষেপ বিরাজ করে। সবসময় আজকের কাজ কাল পর্যন্ত গড়িয়ে নেই। আজকের কাজ রেখে অন্য কাজে লেগে যাই। এরপর আক্ষেপ করি। এক পর্যায়ে দেখি, নির্দিষ্ট কাজের কিছু সময় বাকি! তখন তাড়াহুড়া করি। শশকের মতো ছুটাছুটি করি। যদি প্রথম দিন থেকেই হেঁটে চলতাম।, ছুটে তা বেড়াতাম, তাহলেই আমার জন্যে ভালো হতো; হোক না সেই হাঁটা কাছিমের মতো।- - জনতার মাঝে।”
―
―
No comments have been added yet.
